• সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা

ভৈরবে বায়তুল হেলাল জামে মসজিদ নামাজের জন্য উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ‘বায়তুল হেলাল জামে মসজিদ’-এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) শহরের ভৈরব পুর (দ:) পাড়া বঙ্গবন্ধু সরণি’র পশ্চিম পাশে আইডিয়াল স্কুলের পিছনে জু্ম্মার নামাজের মাধ্যমে নামাজ পরিচালনা শুরু হয়। জুমার নামাজে খতিব হিসাবে খুতবা পেশ করেন ও নামাজের ইমামতি করেন মওলানা আমির হামজা। মসজিদের প্রধান পৃষ্ঠপোষক ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের তত্বাবধানে এই মসজিদ এর নির্মান কাজ চলমান রয়েছে।
মসজিদ উদ্বোধনে উপস্থিত থেকে নামাজে অংশ গ্রহণ করেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান। এ ছাড়াও নামাজে শত শত মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভিন্ন মুসুল্লীরা ও স্থানীয় নেতৃবৃন্দ মসজিদ নির্মানে সহায়তার ঘোষনা দেন। এসময় স্থানীয় এমপি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের উন্নয়ন তহবিল থেকে ২ লক্ষ টাকা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।
জানা যায়, ৩ ডিসেম্বর মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চার মাসে সকলের সহযোগীতায় নিচতলা ভবন নামাজের জন্য উপযোগী করে মসজিদটি নির্মান করতে ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বাকী কাজ শেষ করে তিনতলা ভবনের মসজিদটি নির্মাণে প্রায় ১ কোটি টাকা খরচ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *